Sambad Samakal

Industry: নিউটাউনে বিনিয়োগ করছে আদানি, খড়গপুরে হচ্ছে সাইকেল হাব: পার্থ

Jun 6, 2022 @ 6:13 pm
Industry: নিউটাউনে বিনিয়োগ করছে আদানি, খড়গপুরে হচ্ছে সাইকেল হাব: পার্থ

নিউটাউনের সিলিকন ভ্যালির ফেজ-৩’তে ডেটা সেন্টার তৈরি করতে চলেছে আদানি গ্রুপ। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর জানালেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ইচ্ছানুসারে খড়গপুরে সাইকেল হাব তৈরি হতে চলেছে বলেও জানালেন তিনি।

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এদিন রাজ্যের শিল্প সম্ভাবনা সম্পর্কিত একাধিক প্রকল্প নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে। বৈঠকের পরে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, নিউটাউনের সিলিকন ভ্যালির ফেজ-৩’তে ডেটা সেন্টার তৈরি করতে চলেছে আদানি গ্রুপ। এই কাজের জন্য আদানি গ্রুপকে ইতিমধ্যেই হিডকোর পক্ষ থেকে জমি দেওয়া হয়েছে। মোট ৫১.৭৫ একর জমিতে এই নতুন ডেটা সেন্টার তৈরির কাজ দ্রুতই শুরু করে দেবে আদানি গ্রুপ।পাশাপাশি খড়গপুরে সাই-বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাইকেল হাব তৈরির কাজও দ্রুতই শুরু হবে। মোট ৫ একর জমিতে ৪টি সংস্থা একসঙ্গে কাজ করবে। এই ৪টি সংস্থা হল লুনা টায়ারস, ইউনিরক্স সাইকেলস, মিলাপ সাইকেলস, ক্রিমটন ইন্ডাস্ট্রিজ। পার্থ চট্টোপাধ্যায় বলেন, সংস্থা প্রতি ১০ কোটি টাকার লগ্নি ও অন্তত ১৫০ জন করে বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান হবে এই সাইকেল হাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *