Sambad Samakal

Mamata: উত্তরবঙ্গের উন্নয়নে দিশা দিয়েছে তৃণমূল সরকার, আলিপুরদুয়ার থেকে কী বললেন মমতা?

Jun 7, 2022 @ 1:44 pm
Mamata: উত্তরবঙ্গের উন্নয়নে দিশা দিয়েছে তৃণমূল সরকার, আলিপুরদুয়ার থেকে কী বললেন মমতা?

উত্তরবঙ্গের উন্নয়নের জন্য একমাত্র কাজ করেছে তৃণমূল কংগ্রেস সরকার, আলিপুরদুয়ার থেকে মঙ্গলবার এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো এদিন রাজনৈতিক কর্মীসভায় বলেন, তাঁর সরকার এসেই আলিপুরদুয়ারকে নতুন জেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এদিন জনসভায় মমতা বলেন, “২০১১ সালে আমাদের সরকার ক্ষমতায় আসার পর থেকেই উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কাজ করছে। আগের সরকারের লোকেরা উত্তরবঙ্গে এসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে চলে যেত। আমরাই এখানকার মানুষের সুবিধার জন্য শিলিগুড়ি-জলপাইগুড়ি জলার মাঝে ‘উত্তরকন্যা’ তৈরি করে দিয়েছি। যাতে আপনাদের সরকারি কাজের জন্য দক্ষিণবঙ্গে দৌড়তে না হয়। উত্তরবঙ্গের মানুষের জন্য নতুন হাসপাতাল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবই করা হয়েছে।”

বিজেপিকে একহাত নিয়ে মমতা বলেন, “নোটবন্দির নাম করে সব টাকা নিয়ে নিয়েছিল। তাহলে এত জাল টাকা এল কোথা থেকে! পাঁচশো-দু হাজারের নোট জাল! বিএসএফ সাধারণ মানুষকে ধরছে, হেনস্থা করছে। কাদের জন্য এত জাল টাকা বাজারে এল! আমি না রিজার্ভ ব্যাঙ্ক বলছে কেন্দ্রীয় সরকার জাল নোট বন্ধ করতে ব্যর্থ হয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *