Sambad Samakal

Salary: এবার চারদিন কাজ করেই মিলবে পুরো বেতন? কাদের জন্য এই নতুন নিয়ম?

Jun 7, 2022 @ 6:42 pm
Salary:  এবার চারদিন কাজ করেই মিলবে পুরো বেতন? কাদের জন্য এই নতুন নিয়ম?

আর পাঁচ দিন নয়, সপ্তাহে মাত্র চার দিন কাজ করেই মিলবে পুরো বেতন। কাজের মান উন্নয়নের লক্ষ্যে পরীক্ষামূলক ভাবে নতুন এই নিয়ম চালু হল ব্রিটেনে। সোমবার থেকেই নতুন এই নিয়ম চালু করে দিয়েছে ব্রিটেনের ৭০টি সংস্থা। বিশেষ এই সুবিধা পাচ্ছেন ৩,৩০০ কর্মী।সপ্তাহে চার দিন কাজের এই ব্যবস্থা চালু করার বিষয়ে বিশ্ব জুড়েই বহু দিন ধরে আলোচনা চলছিল। এর মধ্যেই ব্রিটেন পরীক্ষামূলক ভাবে সেই সমীক্ষায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। বিশেষজ্ঞদের যুক্তি, কম দিন কাজ করলে কর্মীদের ওপর শারীরিক ও মানসিক চাপ কম পড়বে। তাতে কাজের মান বাড়বে। তবে, এই পদ্ধতিতে আদৌ কাজের মান বাড়ে কি না, তা দেখা হবে আগামী ৬ মাস।বিশেষ এই সমীক্ষায় অংশগ্রহণ করছেন অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। রয়েছেন আমেরিকার বস্টন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরাও। হাসপাতাল থেকে ব্যাঙ্ক, বিভিন্ন ধরনের সংস্থার কর্মীরা এই সমীক্ষার অংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *