Sambad Samakal

Mamata Banerjee: বিজেপির নূপুর শর্মাকে অবিলম্বে কেন গ্রেফতারের দাবি করলেন মমতা ?

Jun 9, 2022 @ 8:53 pm
Mamata Banerjee: বিজেপির নূপুর শর্মাকে অবিলম্বে কেন গ্রেফতারের দাবি করলেন মমতা ?

যাঁরা দেশে বিদ্বেষ ছড়াচ্ছেন, হিংসায় প্ররোচনা দিচ্ছেন, দেশের শান্তি ও সংহতি নষ্ট করার চক্রান্ত করছেন, অবিলম্বে তাঁদের গ্রেফতার করা হোক। নাম না করে বৃহস্পতিবার কার্যত এই ভাষাতেই বিতর্কিত বিজেপি নেত্রী নূপুর শর্মার গ্রেফতারির দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী এদিন টুইটে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। মমতা লিখেছেন, “আমি বিজেপির কিছু সর্বনাশা, দায়িত্বজ্ঞানহীন নেতা-নেত্রীর সাম্প্রতিক জঘন্য, প্ররোচনামূলক, বিভেদমূলক ও ঘৃণাসর্বস্ব মন্তব্যের তীব্র নিন্দা করছি। এমন মন্তব্য ও আচরণের ফলে শুধু হিংসাই ছড়ায় না, দেশের মন বিভক্ত হয়, দেশের শান্তি ও সংহতিও নষ্ট হয়।” এরপরেই তৃণমূল নেত্রী লেখেন, “আমি জোরালোভাবে দাবি করছি, দেশের ধর্মনিরপেক্ষ ঐতিহ্য ও ঐক্য রক্ষার স্বার্থে এবং সর্বসাধারণের মানসিক শান্তির প্রয়োজনে বিজেপির অভিযুক্ত নেতা-নেত্রীদের অবিলম্বে গ্রেফতার করা হোক।” তবে মহম্মদ প্রসঙ্গে নূপুরের বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে ইসলাম ধর্মাবলম্বী যেসব মানুষ দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন, এদিন টুইটে তাঁদের শান্ত থাকার পরামর্শও দেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতার আবেদন, “এই ঘৃণ্য প্ররোচনা সত্ত্বেও, আমি আমার সমস্ত জাতি, ধর্ম এবং সম্প্রদায়ের সকল ভাই ও বোনদের কাছে সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি।” টুইট করে মুখ্যমন্ত্রীর এই আবেদনের পরেই এদিন সন্ধ্যায় রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা কলকাতার মেয়রও শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন বিক্ষোভকারীদের কাছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওবার্তায় ফিরহাদের আবেদন, “রাস্তা আটকে বিক্ষোভ করবেন না। এতে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে, তাতে হাসপাতালে পৌঁছতে না পেরে মুমূর্ষু রোগীর প্রাণহানি পর্যন্ত হতে পারে। তাছাড়া রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখলে সাধারণ নিরীহ মানুষের ভোগান্তি বাড়বে। যা ইসলাম সমর্থন করে না। আর এটা করলে বিজেপির হাত শক্ত হবে। ওরা বলবে পশ্চিমবঙ্গে অরাজক পরিস্থিতি ও তাতে মদত দিচ্ছে রাজ্যের তৃণমূল সরকার।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *