Sambad Samakal

CBI: আদালতের নির্দেশের পরেই প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির তদন্তে সিবিআই

Jun 9, 2022 @ 11:55 am
CBI: আদালতের নির্দেশের পরেই প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির তদন্তে সিবিআই

রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগে কেলেঙ্কারির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপরেই তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। জানা যাচ্ছে, ইতিমধ্যেই এফআইআর দায়ের করে তদন্তে নেমেছেন তদন্তকারী আধিকারিকরা। সিবিআইয়ের তরফে এই বিষয়ে একটি বিশেষ দলও গঠন করা হয়েছে।

প্রাথমিক ভাবে চন্দন মণ্ডল নামের এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে সিবিআইয়ের তরফে। প্রতারণা, আর্থিক দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। প্রসঙ্গত, রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস বর্ণিত ‘বাগদার রঞ্জন’-এর আসল নাম চন্দন মণ্ডল, এমনটাই মনে করছে সিবিআই। যদিও নিয়োগ দুর্নীতিতে নাম প্রকাশ্যে আসার পরেই বেপাত্তা চন্দন মণ্ডল। সিবিআই সূত্রে খবর, অভিযুক্ত চন্দন মণ্ডলও এক জন প্রাথমিক শিক্ষক। যিনি টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন বলে অভিযোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *