Sambad Samakal

Khejuri: ট্রলারডুবিতে মৃত্যু ২ মৎস্যজীবীর, নিখোঁজ ৭

Jun 10, 2022 @ 5:34 pm
Khejuri: ট্রলারডুবিতে মৃত্যু ২ মৎস্যজীবীর, নিখোঁজ ৭

ট্রলারডুবিতে মৃত্যু দুই মৎস্যজীবীর, নিখোঁজ আরও সাত জন। পূর্ব মেদিনীপুরের খেজুরির কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজদের খোঁজে সমুদ্রে চলছে তল্লাশি। ১৫ জুন থেকে সমুদ্রে মাছ ধরার অনুমতি দিয়েছে প্রশাসন। সেই কারণে বৃহস্পতিবার নন্দীগ্রাম থেকে পেটুয়াঘাট বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল শেখ তাজেমানের এফবি আলামিন-৪ নামের একটি ট্রলার। মোট ১২ জন মৎস্যজীবী ছিলেন ট্রলারে। কিন্তু খেজুরির মসনদ-ই আলার কাছে চড়ে ধাক্কা লেগে ট্রলারটি উল্টে যায়। সমুদ্রে পড়ে যান ১২ জনই। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধার কাজ।ইতিমধ্যেই ৫ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। বাকি তিনজন অসুস্থ। শুক্রবার ঘটনাস্থলে পৌঁছন কাঁথির মহকুমা শাসক আদিত্য বিক্রম ইরানি, মৎস্য দপ্তরের আধিকারিক সুরজিৎ বাগ-সহ প্রশাসনিক কর্তারা। নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে উপকূল রক্ষী বাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *