Sambad Samakal

Library: লাইব্রেরিতে বইয়ের বদলে রয়েছে গৃহস্থের ব্যবহারিক সামগ্রী!

Jun 12, 2022 @ 7:16 am
Library: লাইব্রেরিতে বইয়ের বদলে রয়েছে গৃহস্থের ব্যবহারিক সামগ্রী!

লাইব্রেরি মানেই সাধারণ ভাবে সকলেই ভাববেন সেখানে থাকবে বই। পড়ার জন্য প্রয়োজনে বাড়িতেও নিয়ে যাওয়া যাবে। কিন্তু এ এক অন্য লাইব্রেরি। পোশাকি নাম ‘লাইব্রেরি অফ থিংস’। কী পাওয়া যায় লাইব্রেরিতে? গৃহস্থ বাড়িতে ব্যবহার্য সমস্ত সামগ্রী রয়েছে এখানে। প্রয়োজনে নিজের বাড়িতে তা নিয়ে যেতে পারবেন আপনি। হ্যাঁ, অবাক হলেও এটাই সত্যি।

সম্প্রতি লন্ডনে তৈরি হয়েছে এমনই ‘লাইব্রেরি অফ থিংস’। ঘর পরিষ্কার করার যন্ত্র থেকে সাউন্ড সিস্টেম, ওয়াশিং মেশিন কী নেই এখানে। লাইব্রেরির মতোই ন্যুনতম ফি দিয়ে প্রথমে মেম্বারশিপ নিতে হবে আপনাকে। এরপরে এক সপ্তাহ বা দু সপ্তাহের জন্য বাড়ি নিয়ে যাতে পারবেন সেই সামগ্রী। গৃহস্থের ব্যবহার্য বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী যাঁদের কেনার সামর্থ নেই, তাঁদের জন্যই এই অভিনব উদ্যোগ। এছাড়াও বৈদ্যুতিন সামগ্রী যাতে রিসাইকেল করে ব্যবহার করা যায়, সেই ভাবনাও কাজ করেছে উদ্যোক্তাদের মনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *