বর্ষার প্রভাবে রাজ্যর উত্তরবঙ্গের জেলাগুলোতে একটানা বৃষ্টিপাত চলছে। তবে অস্বস্তিকর গরমের হাত থেকে মুক্তি ছিল না দক্ষিণবঙ্গের। এবার আশার কথা শোনাল হাওয়া অফিস। আগামী সপ্তাহেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মৌসুমি বায়ু প্রবেশ করবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তার আগে কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রবিবারও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯১ শতাংশ।