Sambad Samakal

Dilip Ghosh: হিংসায় উসকানি! রাজ্যের বিরুদ্ধে তোপ দেগে কী বললেন দিলীপ ঘোষ?

Jun 13, 2022 @ 12:01 pm
Dilip Ghosh: হিংসায় উসকানি! রাজ্যের বিরুদ্ধে তোপ দেগে কী বললেন দিলীপ ঘোষ?

হজরত মহম্মদকে নিয়ে বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী, প্রশাসনের তরফে বারবার অনুরোধ, এমনকী হুঁশিয়ারিতেও কাজ হচ্ছে না সেভাবে। কলকাতা, হাওড়া থেকে নদিয়া, মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জায়গা গত কয়েকদিনে হিংসায় উত্তপ্ত হয়েছে, রণক্ষেত্রের ছেহারা নিয়েছে। সোমবার সকালে অশান্তি ছড়িয়েছে উত্তর ২৪ পরগনাতেও। আর এই সব কিছুর দায় এবার রাজ্য সরকারের ওপর চাপালেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, ‘‘জাতীয় সড়ক আটকে দেওয়া হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ওখান থেকে বিবৃতি দিচ্ছেন, আর তাঁর সরকার অন্য কিছুই করছে না।’’

সোমবার সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘’পাশকুঁড়া দিয়ে আসতে গিয়ে আমি গতকাল অবরোধের মুখে পড়েছি। দেশের অন্যান্য জায়গায় এই প্রতিবাদ শুরু হতেই একদিনেই সব নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এই রাজ্য সরকার নিয়ন্ত্রণ তো করছেই না, বরং উলটে এদের উসকে দিচ্ছে যাতে এরা এই ধরনের উৎপাত করতে থাকে। সাধারণ মানুষের জীবনে সমস্যা হচ্ছে। ট্রেন বন্ধ করতে বাধ্য হচ্ছে, বাস বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ বের হতে পারছে না। রাস্তায় রোগী মারা যাচ্ছে। সরকার চুপ করে বসে নাটক দেখছে।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *