Sambad Samakal

Swastika: এক গৃহিণীর জীবনের টক-ঝাল-মিষ্টি জার্নি… জুলাইয়ে ‘শ্রীমতী’ রূপে আসছেন স্বস্তিকা

Jun 13, 2022 @ 1:27 am
Swastika: এক গৃহিণীর জীবনের টক-ঝাল-মিষ্টি জার্নি… জুলাইয়ে ‘শ্রীমতী’ রূপে আসছেন স্বস্তিকা

সোমনাথ লাহা

সম্পর্কের গল্প বরাবরই একটু অন্যরকম ভাবেই বলতে ভালোবাসেন পরিচালক অর্জুন দত্ত। তাঁর আগের দুই ছবি ‘অব্যক্ত’ এবং ‘গুলদস্তা’-তে সেই প্রমাণ রেখেছেন পরিচালক। এবার অর্জুন নিয়ে এসেছেন নিজের তৃতীয় ছবি ‘শ্রীমতী’। ধীরে ধীরে অতিমারির পরিস্থিতি কাটিয়ে উঠে যখন হলমুখী হচ্ছেন দর্শকরা, প্রেক্ষাগৃহের বাইরে ঝুলছে ‘হাউসফুল’ বোর্ড। একে একে সামনে আসছে পাইপলাইনে থাকা বাংলা ছবি। তখন‌ই প্রকাশ্যে এলো অর্জুন দত্ত পরিচালিত ‘শ্রীমতী’ ছবির ট্রেলার। কান সিং সোধার প্রযোজনা সংস্থা কেএসএস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই ছবিতে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও সোহম চক্রবর্তী। ছবিতে একেবারে অন্যরকম চরিত্রে এবার চমকে দিতে আসছেন স্বস্তিকা।সবরকম চরিত্রেই সমান সাবলীল অভিনেত্রী ইতিপূর্বেও দর্শকদের মন জয় করেছেন। তবে ‘শ্রীমতী’ যে তাঁর কেরিয়ারে অন্য মাত্রা যোগ করবে তাতে কোন‌ও সন্দেহ নেই। ৮জুলাই মুক্তি পাবে এই ছবিটি। ছবিতে স্বস্তিকা ও সোহম ছাড়াও রয়েছেন বরখা বিস্ত সেনগুপ্ত, খেয়া চট্টোপাধ্যায়, দেবযানী বসু, সুদর্শন চক্রবর্তী, অভিরূপ সেন। এছাড়াও ছবিতে রয়েছেন ছোটপর্দা তথা বাংলা টেলিভিশনের দুই জনপ্রিয় মুখ তৃণা সাহা ও উদয় প্রতাপ সিং। ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা যাবে শ্রীমতীর চরিত্রে। তার স্বামী অনিন্দ্যর ভূমিকায় রয়েছেন সোহম চক্রবর্তী। ছবিতে শ্রীমতীর স্বামী, তাঁর চেয়ে বয়সে ছোট হলেও কিন্তু তাদের দুজনের মধ্যে রয়েছে ভালোবাসা। ছবিতে শ্রীমতীর ননদ বৃষ্টির চরিত্রে দেখা যাবে তৃণাকে।সে হাসিখুশি, স্বাধীনচেতা একটি মেয়ে। খেয়া চট্টোপাধ্যায়কে দেখা যাবে শ্রীমতীর বাড়ির কাজের মেয়ে কাজলের চরিত্রে। এক অর্থে মিষ্টি পারিবারিক গল্প ‘শ্রীমতী’। ছবির ট্রেলারেও এক উচ্চ মধ্যবিত্তের সরল মজাদার গল্প‌ই ফুটে উঠেছে। ছবির কাহিনি আবর্তিত হয়েছে কিছুটা অগোছালো গৃহবধূ শ্রীমতী তথা শ্রী-কে কেন্দ্র করে। সে তার স্বামীর প্রেমে মগ্ন। সে ভালোবাসে ল্যাদ খেতে এবং গুছিয়ে সংসার করতে। শ্রী-এর পরিবার বলতে তার স্বামী অনিন্দ্য, ছেলে কুট্টুস, শাশুড়ি মা প্রতিমা, ননদ বৃষ্টি এবং তাদের পরিচারিকা কাজল। এরাই তার প্রতিদিনের সাপোর্ট। কলেজ থেকেই প্রেম শ্রী-অনিন্দ্যর। স্বামী বয়সে ছোট হলেও দু’জনের মধ্যে দারুণ বন্ডিং। সারাক্ষণ খুনসুটি চলতেই থাকে। সমসাময়িক সময়ের বাহ্যিক চাকচিক্যের ফলে নানারকম দ্বন্দ্বে পড়ে শ্রী। সমাজের এই চাকচিক্যের দর কষাকষিতে ক্রমশ নিজের পরিচয় হারিয়ে ফেলে সে। আবেগপ্রবণ হয়ে শ্রী হঠাৎ উপলদ্ধি করে, নিজের পরিচয় প্রায় সব হারাতে বসেছে। এরপর কি হয়? শ্রী কি খুঁজে পায় নিজেকে? এক সাধারণ গৃহিণীর অসাধারণ টক-ঝাল-মিষ্টি জার্নিই বেরিয়ে এসেছে ‘শ্রীমতী’-র ট্রেলারের মধ্যে দিয়ে। ছবিতে মল্লিকার ভূমিকায় রয়েছেন বরখা বিস্ত সেনগুপ্ত। ছবিতে তাঁকে দেখা যাবে এক বুদ্ধিমতী, আত্মবিশ্বাসী উদ্যোক্তা হিসেবে। দেবযানী বসু রয়েছেন শ্রীমতীর শাশুড়ি প্রতিমার ভূমিকায়। ছবির সংগীত পরিচালনায় সৌম্য‌ঋত। ছবিতে সোমলতা আচার্য চৌধুরীর গাওয়া ‘শোন শোন’ গানটি ইতিমধ্যেই মন জয় করেছে সকলের। সিনেমাটোগ্রাফার সুপ্রতিম ভোল। সম্পাদনা সুজয় দত্ত রায়। নারীকেন্দ্রিক এই ছবির মধ্যে দিয়ে নিজেকে খুঁজে পাওয়ার গল্প বুনেছেন পরিচালক। আসলে লোক দেখাতে গিয়ে বা কোনও কিছু প্রমাণ করার তাগিদে অনেক সময়‌ই নিজেদের হারিয়ে ফেলি কম বেশি সকলেই। ইদানিংকালে এটা খুব বেশি করে হয়।এই ছবির মধ্যে দিয়ে সব কিছুকে কাটিয়ে নিজেকে খুঁজে নেওয়ার গল্প বলবে ‘শ্রীমতী’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *