Sambad Samakal

Marilyn Monroe: কিমের কেরামতিতে ক্ষতিগ্রস্ত মনরোর গাউন!

Jun 15, 2022 @ 3:35 pm
Marilyn Monroe: কিমের কেরামতিতে ক্ষতিগ্রস্ত মনরোর গাউন!

সোমনাথ লাহা

মেরিলিন মনরোর সেই ঐতিহাসিক মনকাড়া গাউন।১৯৬২-তে প্রায় ৬ হাজার ক্রিস্টাল গাঁথা সেই গাউন পরেই মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে ‘হ্যাপি বার্থডে’ গেয়ে শুনিয়েছিলেন মনরো। ষাট বছর ধরে মিউজিয়ামে সামলে রাখা সেই পোশাকেই এবার সুতোর টান, দু’-চারটে পুঁথিও নাকি মিসিং। রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। কাঠগড়ায় আমেরিকান টিভি স্টার কিম কার্দাশিয়ান। নিউ ইয়র্ক সিটির মেট গালা ২০২২-এ এই আইকনিক গাউনটিই পরেছিলেন কিম। তিনি জানিয়েছিলেন, মনরোর পোশাকটির উপর তাঁর দীর্ঘদিনের লোভ ছিল। গাউন অল্টার না-করিয়ে তিন সপ্তাহে ১৬ পাউন্ড(প্রায় ৭কিলো) ওজনও কমিয়ে ফেলেছিলেন। বদলে ফেলেছিলেন চুলের স্টাইল ও রং। কিন্তু ব্যাকলেস গাউনের কোমর পর্যন্ত উঠে আসা চেনটা আটকানো গেলো কই! কী ভাবে চেপেচুপে তাঁকে ওই গাউন পরানো হয়েছিল, জনৈকের শেয়ার করা সেই ভিডিয়োও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি ভাইরাল হয়েছে মনরোর সেই গাউনের ক্ষতিগ্রস্ত অংশের ছবি। সেই কারণে পোশাকটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নেটিজেনদের রোষের মুখে পড়েছেন কিম। কিমকে ট্রোলডও হতে হয়েছে। এক নেটিজ়েনের কটাক্ষ, “লেজেন্ডের পোশাক পরলেই, লেজেন্ড হওয়া যায় না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *