Sambad Samakal

Mamata: দিল্লিতে মমতার ডাকে একজোট ১৭ বিরোধী দলের নেতা, কী সিদ্ধান্ত বৈঠক থেকে?

Jun 15, 2022 @ 5:27 pm
Mamata: দিল্লিতে মমতার ডাকে একজোট ১৭ বিরোধী দলের নেতা, কী সিদ্ধান্ত বৈঠক থেকে?

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের ঐক্যবদ্ধ প্রার্থীর নাম নির্দিষ্ট করতে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠক ডেকেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই বৈঠকে উপস্থিত হলেন মোট ১৭টি বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা। জানা যাচ্ছে, এদিনের বৈঠক থেকে কোনও নাম ঘোষণা করা হবে না। একাধিক নাম নিয়ে চর্চা চলতে থাকবে। আগামী সপ্তাহে ফের আরও একটি বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

এদিনের বৈঠকে যোগ দিয়েছেন, সিপিআই, সিপিএম, সিপিআইএমএল, আরএসপি, শিবসেনা, এনসিপি, আরজেডি, সমাজবাদী পার্টি, ন্যাশানাল কনফারেন্স, পিডিপি, জেডিএস, ডিএমকে, আরএলডি, আইইউএমএল, জেএমএম, কংগ্রেস সহ মোট ১৭টি বিরোধী দলের নেতারা। উল্লেখযোগ্য ভাবে, ওড়িশার বিজেডি ও দিল্লির আম আদমি পার্টির কোনও প্রতিনিধি এই বৈঠকে যোগ দেন নি।

সূত্রের খবর, দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষায় বিরোধীদের সক্রিম ভূমিকা ঠিক কী হতে পারে, সেই বিষয়েও আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। রাষ্ট্রপতি নির্বাচনের আগে দেশের বিরোধী দলগুলোর এই ঐক্যবদ্ধ বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *