জ্বালানি সংকটের কারণে অন্ধকারে ডুবে গিয়েছিল ভারতের পড়শি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। এবার কি পাকিস্তানও সেই পথেই যেতে চলেছে! আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, পাকিস্তানে তীব্র আকার ধারণ করেছে জ্বলানি সংকট। যার ফলে দীর্ঘক্ষণ ধরে বন্ধ রাখতে হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। রাজধানী ইসলামাবাদ সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে দিনে প্রায় ১২ ঘণ্টা লোডশেডিং থাকছে। কয়লার সংকটে বিদ্যুৎ উৎপাদনও থমকে রয়েছে দেশজুড়ে।
সূত্রে খবর, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জ্বালানি সঙ্কট মেটাতে বেশ কিছু কড়া পদক্ষেপ করতে শুরু করেছেন। বেশ কিছু অফিসে ওয়ার্ক ফ্রম হোম চালু করা হয়েছে। রাস্তার আলো নির্দিষ্ট সময় অন্তর কিছুক্ষণ করে নিভিয়ে রাখা হচ্ছে। এসি ব্যবহারেও নিয়ন্ত্রণ আনা হচ্ছে। তীব্র বিদ্যুৎ সংকটের কারণে আগামী দিনে ব্ল্যাক আউটের সময় আরও বাড়তে পারে বলে পাক নাগরিকদের সতর্ক করেছে শাহবাজ প্রশাসন।