Sambad Samakal

Dakkhineswar: ২৫ মিনিটেই কীভাবে জানবেন দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস? কী বললেন মুখ্যমন্ত্রী?

Jun 16, 2022 @ 8:01 pm
Dakkhineswar: ২৫ মিনিটেই কীভাবে জানবেন দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস? কী বললেন মুখ্যমন্ত্রী?

এবার মাত্র ২৫ মিনিট খরচ করলেই জানা যাবে দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস। লাইট অ্যান্ড সাউন্ড-এ এমনই এক প্রদর্শনী চালু করল মন্দির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনব অডিও-ভিজুয়াল এই প্রদর্শনীটির উদ্বোধন করেন। এদিন দক্ষিণশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর এই প্রকল্পটির পাশাপাশি একটি মিউজিয়ামেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে দক্ষিণেশ্বরের ইতিহাস ও ছবি সম্বলিত একটি বইও প্রকাশ করেন।মুখ্যমন্ত্রী বলেন, ”২৫ মিনিটেই ইতিহাস জানা যাবে। বইও পড়তে হবে না।” এ প্রসঙ্গে অছি পরিষদের কাজের প্রশংসা শোনা যায় তাঁর কথায়। দক্ষিণেশ্বরের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে রানি রাসমনি-রামকৃষ্ণ-বিবেকানন্দের নাম। বৃহস্পতিবার সেসব মহান ব্যক্তিত্বের কথা উল্লেখ করে কিছুটা আধ্যাত্মিক ভাব জগতে যেন হারিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ”রামকৃষ্ণদেব বলে গিয়েছেন – টাকা মাটি, মাটি টাকা। তার মানে কী? প্রয়োজনের অতিরিক্ত কিছু চাওয়া ঠিক নয়। কিন্তু এখন সকলের সব কিছু বেশি বেশি করে চাই। দরকার কী? যাতে সব মিটে যায়, তারপরও অতিরিক্ত চাওয়ার তো কিছু নেই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *