Sambad Samakal

Swimming Pool: সুইমিং পুলে পানীয় জল! কর্তৃপক্ষকে নোটিশ খড়দহ পুরসভার

Jun 16, 2022 @ 1:16 pm
Swimming Pool: সুইমিং পুলে পানীয় জল! কর্তৃপক্ষকে নোটিশ খড়দহ পুরসভার

সুইমিং পুলে ব্যবহার করা হচ্ছে পুরসভার পানীয় জল! চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে, খড়দহ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সূর্য সেন এলাকায়। খড়দহ পুরসভার অভিযোগ, অবৈধ ভাবে পুরসভার জলের লাইন থেকে সংযোগ নিয়ে পানীয় জল ব্যবহার করা হচ্ছে সুইমিং পুলে। ইতিমধ্যেই ওই সুইমিং পুল কর্তৃপক্ষকে জল বন্ধের নোটিশ দিয়েছে খড়দহ পুরসভা।

জানা যাচ্ছে, চলতি বছরের এপ্রিল মাসেই উদ্বোধন হয়েছিল সূর্য সেন সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের। সেই সময় থেকেই পুরসভার পানীয় জল ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। এছাড়াও ওই সুইমিং পুল কর্তৃপক্ষের কাছে সাঁতার প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় অনুমতিও নেই বলে জানা গিয়েছে। খড়দহ পুরসভার এই অভিযোগ এক প্রকার স্বীকারই করে নিয়েছেন সূর্য সেন সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের সদস্যরা। তাদের দাবি, বছরে দু-একবারই পুরসভার পানীয় জল পুলে ব্যবহার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *