বাণিজ্যিক পরিবহনের টায়ারের গুণমান বৃদ্ধিতে নতুন দু’ ধরনের টায়ার আনল জেকে টায়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর সেই লক্ষ্যেই বাণিজ্যিক বাহন চালক ও পরিচালকদের জন্য সম্প্রতি আয়োজন করেছিল “য্যায়সা ব্যপার ওয়সা টায়ার” নামক এক অভিনব অনুষ্ঠান। মূলত ট্রাকের টায়ার বিষয়ে সঠিক তথ্য দিয়ে অবহিত করা তথা ট্রাক মালিক ও চালকদের টায়ারের মান সংক্রান্ত পরামর্শ দিতেই এই আয়োজন। অনুষ্ঠানে দু’টি নতুন পণ্য বাজারে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে। জেইউসি এক্সএম-সেমি লাগ টায়ার ও জেডিএইচ এক্স এম এই দু’টি নতুন পণ্য বাজারে এল। জেইউসি এক্সএম টায়ারের ১০ শতাংশ বাড়তি মাইলেজ নিশ্চিত করে। জেডিএইচ এক্স এম টায়ারের বাড়তি ২০ শতাংশ পর্যন্ত মাইলেজ দেবে বলে উৎপাদক সংস্থা লরি চালকদের কাছে দাবি করেছে।
