প্রাথমিক টেট শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত খবর করতে গিয়ে এক ব্যক্তির হাতে আক্রান্ত হলেন সাংবাদিকরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাজিতপুরে। জানা গিয়েছে, বুধবার রাতে দুর্নীতির দায়ে হাইকোর্টের নির্দেশে বরখাস্ত হওয়া এক শিক্ষক দেবব্রত রায়ের বাড়িতে যান সাংবাদিকরা। খবর করার সময়েই কার্যত মারমূখী হয়ে ওঠে দেবব্রত ও তার পরিবারের সদস্যরা।
সুদীপ চক্রবর্তী নামের এক সাংবাদিকের মাথা ফাটিয়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়েই ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত দেবব্রত রায়কে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। এই ঘটনায় আহত সাংবাদিকদের রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসা চলছে। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন উপ পুর-প্রশাসক অরিন্দম সরকার।