Sambad Samakal

Moon: নিজস্ব গন্ধ রয়েছে চাঁদের! জানেন?

Jun 17, 2022 @ 9:59 pm
Moon: নিজস্ব গন্ধ রয়েছে চাঁদের! জানেন?

১৯৬৯ সালের ২১ জুলাই। বিশ্বের বুকে জন্ম নিয়েছিল নতুন ইতিহাস। চাঁদের মাটিতে প্রথমবার পা রেখেছিল মানুষ। সেখানকার মাটি, আবহাওয়া কেমন? সেই নিয়ে গবেষকদের কৌতুহলের শেষ ছিল না। তবে সামনে এসেছিল এক অপ্রত্যাশিত চমকও। নিজস্ব একটা গন্ধ রয়েছে চাঁদের! কথাটা হয়তো হেসেই উড়িয়ে দিতে পারেন অনেকে। বিশ্বাস না হলেও এটাই সত্যি।

তবে চাঁদের মাটিতে নয়, রকেটে ফিরে এসে বিশেষ ধরনের এক গন্ধ পেয়েছিলেন আর্মস্ট্রং ও অলড্রিন। তাঁদের পোশাকের সঙ্গে লেগে থাকা চাঁদের ধুলোকণা ছড়িয়ে পরেছিল রকেটের ভেতরে। আর সেই ভাসমান ধুলিকণাই গন্ধের উৎস।

দুই মহাকাশচারীর বর্ণনা অনুযায়ী, সেই গন্ধ আসলে অনেকটা পোড়া বারুদের মতো। পৃথিবীর বুকেও নিয়ে আসা হয়েছিল চাঁদের বেশ কিছুটা মাটি। কিন্তু বহু গবেষণা করেও, কোনও সমাধান পাননি গবেষকরা। বাক্স খোলার কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে যায় সেই গন্ধ। গবেষকদের একাংশের মতে, উল্কা ও ধূমকেতুর সঙ্গে বারবার চাঁদের সংঘর্ষই ওই গন্ধের মূল উৎস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *