অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় দেশজুড়ে বিক্ষোভ চলছে। বিহার সহ দেশের একাধিক রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ভারতীয় রেল। শনিবার ভারতীয় রেলের পক্ষ থেকে সেই বিপুল ক্ষতির পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। জানানো হয়েছে, অগ্নিপথ বিক্ষোভে মোট ৪৭টি নন এসি কোচ ও ৩টি এসি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে।
একদিনে সব মিলিয়ে টাকার অঙ্কে রেলের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ২৯ লক্ষ ৯৭ হাজার ৭২৫ টাকা। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলের মতো জাতীয় সম্পত্তির যাতে কোনও ক্ষতি না করা হয়, আন্দোলনকারীদের কাছে সেই অনুরোধ করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।