Sambad Samakal

Agnipath: শুধু বিহারেই চার দিনে ক্ষতি ৭০০ কোটি টাকা! খতিয়ান তুলে ধরল রেল

Jun 19, 2022 @ 11:07 am
Agnipath: শুধু বিহারেই চার দিনে ক্ষতি ৭০০ কোটি টাকা! খতিয়ান তুলে ধরল রেল

অগ্নিপথ প্রকল্পের বিরোধীতায় বিক্ষোভের আগুন জ্বলছে দেশজুড়ে। গোটা দেশের মধ্যে বিহারে আন্দোলনের ঝাঁঝ সবথেকে বেশি। গত চার দিনে বিহারের একাধিক রেল স্টেশনে বিক্ষোভ হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেনে। রবিবার ইস্টার্ন-সেন্ট্রাল রেলের পক্ষ থেকে জানানো হল, এখনও পর্যন্ত প্রায় ৭০০ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। এসি ও নন এসি মিলিয়ে প্রায় ৬০টি কামরা জ্বালিয়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১১টি ইঞ্জিনও।

যাত্রীদের সুরক্ষার কথা ভেবে রবিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত বন্ধ রয়েছে বিহারের সমস্ত ট্রেন পরিষেবা। রেল সূত্রে খবর, চার দিনে মোট ৬০ কোটিরও বেশি টিকিট বাতিল হয়েছে। শুধুমাত্র বিহারেই এদিন ৬৭৬টি ট্রেন বাতিল করা হয়েছে। সব মিলিয়ে অগ্নিপথ বিক্ষোভের জেরে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হল ভারতীয় রেলকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *