Sambad Samakal

Agnipath: রাজনৈতিক দলের নিরাপত্তারক্ষীর কাজ করবেন অগ্নিবীররা? নয়া বিতর্ক কৈলাসের মন্তব্যে

Jun 19, 2022 @ 5:44 pm
Agnipath: রাজনৈতিক দলের নিরাপত্তারক্ষীর কাজ করবেন অগ্নিবীররা? নয়া বিতর্ক কৈলাসের মন্তব্যে

অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে চলা প্রতিবাদ বিক্ষোভের মাঝেই বিজেপি নতুন বিতর্ক ছড়াল বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্যে। অগ্নিবীরদের ভবিষ্যত নিয়ে বলতে গিয়ে আচমকাই কৈলাস বিজেপি অফিসে নিরাপত্তারক্ষী নিয়োগে অগ্নিবীরদের অগ্রাধিকার দেওয়ার কথা বলে বসেন।

এদিন কৈলাস বিজয়বর্গীয় বিজেপি অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘সেনার প্রশিক্ষণে প্রথমে আসে শৃঙ্খলা, দ্বিতীয়ত আসে নির্দেশ পালনের অনুশাসন। যখন তারা (অগ্নিবীর) প্রশিক্ষণ নেবে এবং চার সালের সেবার পর সেনা থেকে বের হবে… সাড়ে ১৭ থেকে ২৩ বছর বয়সের মাঝে… কেউ যদি ২১ বছরেও ঢোকে তাহলে ২৫ বছর বয়সে সে সেনা ছেড়ে বের হবে। ২৫ বছর বয়ে যখন সে বের হবে সেনা থেকে, তখন তার হাতে ১২ লাখ টাকা হবে। বুকে অগ্নিবীরের তকমা লাগিয়ে সে ঘুরতে পারবে। যে কোনও অফিসে… যদি এই বিজেপির অফিসেই আমাকে নিরাপত্তারক্ষী নিয়োগ করতে হয়, তাহলে আমি অগ্নিবীরকে অগ্রাধিকার দেব। আপনাদেরও নিরাপত্তা রক্ষী নিয়োগ করতে হলে তাদের অগ্রাধিকার দিতে পারেন।’

যেখানে আন্দোলনরত যুব সমাজকে শান্ত করতে বিভিন্ন ক্ষেত্রে অগ্নিবীরদের নামে সংরক্ষণ ঘোষণা করছে বিভিন্ন মন্ত্রক, সেখানে কৈলাস বিজয়বর্গীয়র এই মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *