Sambad Samakal

Flood Situation: ভয়াবহ বন্যা পরিস্থিতি অসম-ত্রিপুরায়, মৃত বেড়ে ৫৫, ঘরছাড়া কয়েক লক্ষ

Jun 19, 2022 @ 10:15 am
Flood Situation: ভয়াবহ বন্যা পরিস্থিতি অসম-ত্রিপুরায়, মৃত বেড়ে ৫৫, ঘরছাড়া কয়েক লক্ষ

বাংলার উত্তরবঙ্গের সঙ্গেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে অসম, ত্রিপুরা, মেঘালয়ের মত উত্তর-পূর্বের রাজ্যগুলোতে। এই মুহূর্তে সবথেকে উদ্বেগজনক পরিস্থিতি অসম ও ত্রিপুরায়। অসমে বন্যা ও ভূমি ধসের ফলে এখনও পর্যন্ত মোট ৫৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ২৮টি জেলায় মোট ১৮ লক্ষ ৯৪ হাজার মানুষ ঘরছাড়া রয়েছেন। কেন্দ্রের পক্ষ থেকেও অসমের বন্যা পরিস্থিতি সামলাতে বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।

অন্যদিকে, ত্রিপুরাতেও বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। বিগত ৬২ বছরের ইতিহাসে চলতি মরসুমে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে ত্রিপুরায়। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতাপগড়, চন্দ্রপুর, বলদাখাল, বিটারবন সহ বিভিন্ন এলাকার মানুষ। চন্দ্রপুর থেকে ইতিমধ্যেই এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। বিটারবনে নিখোঁজ এক ব্যক্তির খোঁজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *