Sambad Samakal

Web Series: ‘রুদ্রবীণার অভিশাপ’-এর পার্ট টু জুড়ে রহস্যের ঘনঘটা

Jun 20, 2022 @ 10:08 pm
Web Series: ‘রুদ্রবীণার অভিশাপ’-এর পার্ট টু জুড়ে রহস্যের ঘনঘটা

সোমনাথ লাহা

দুই খ্যাতিমান পূর্বসূরি.. প্রচুর প্রত্যাশা এবং অফুরান উত্তেজনা। সবকিছুর উত্তর এবার মিলবে হ‌ইচ‌ই-এর ওয়েব সিরিজ ‘রুদ্রবীণার অভিশাপ’-এর পার্ট টু-তে। এবারের দ্বিতীয় সিজন হতে চলেছে আর‌ও বেশি দুঃসাহসিক, আবেগঘন এবং অবশ্যই সংগীতের ছোঁয়ায় মাখা। এই সবকিছু নিয়েই আলাপ-শ্রুতির যাত্রাপথ। পাশাপাশি আলাপের সঙ্গে নাদের প্রতিদ্বন্দ্বীতা, যেটির মধ্যে রয়েছে জটিলতার আবহ। যুক্ত রয়েছে সাজ। ‘তানসেনের তানপুরা’-র হাত ধরে আলাপ ও শ্রুতির যে জার্নি শুরু হয়েছিল এই নতুন ফ্র্যাঞ্চাইজি তথা সিজনে এসে তার‌ই একটি বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি ‘রুদ্রবীণার অভিশাপ’-এর পার্ট টু-তে আলাপ ও শ্রুতির ভূমিকায় যথাক্রমে রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায় ও রূপসা চট্টোপাধ্যায়। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন সৌরভ দাস, দিতিপ্রিয়া রায়, উষসী রায়, সুজন মুখোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায়, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, পুষ্পিতা মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, রূপাঞ্জনা মিত্র, শুভাশিস মুখোপাধ্যায় প্রমুখ। এই সিজনের কাহিনি আবর্তিত হয়েছে আনন্দগড়ের সংগীতশিল্পীদের এগিয়ে চলার পথে ক্রমাগত বাধা হয়ে দাঁড়ায় হুমকি এবং এক‌ইসঙ্গে রুদ্রপুর ও সেখানে বসবাসকারীদের সঙ্গে বাড়তে থাকা তাদের শক্রতাকে কেন্দ্র করে। আলাপের মা রোহিনীকে খোঁজা ও তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা অব্যাহত। আলাপ ও শ্রুতির এই দুঃসাহসিক অভিযান এবার নতুন মোড় নেয় নাদের চারিত্রিক পরিবর্তনের কারণে। বেরিয়ে আসে নাদের চরিত্রের একটি ভিন্ন দিক। ফলস্বরূপ আলাপ ও নাদের মধ্যেকার সম্পর্কে এক অন্য প্রভাব পরিলক্ষিত হয়। দুজনের মধ্যে গড়ে ওঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আর তা কেন? তাঁর উত্তর লুকিয়ে রয়েছে ‘রুদ্রবীণার অভিশাপ’-এর এই দ্বিতীয় সিজনে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই সিরিজের ট্রেলার। ট্রেলারে মুখ্য চরিত্রদের জীবনের মধ্যে যাওয়া-আসার পাশাপাশি আলাপ ও নাদের মধ্যেকার প্রতিদ্বন্দ্বিতা, সংগীতের লড়াইয়ের বিষয়টি বেরিয়ে এসেছে। রয়েছে রাগ সঞ্জীবনীর হদিশ খোঁজার পালা। কে পাবে সেটি! তার উত্তর মিলবে এই সিরিজটিতে। তবে এবারেও এই সিরিজের অন্যতম চমক হতে চলেছে শাস্ত্রীয় সংগীতের ছোঁয়ায় পরিবৃত আবহ এবং গানগুলি। ‘তানসেনের তানপুরা’-র প্রথম ও দ্বিতীয় সিজনের মতোই ‘রুদ্রবীণার অভিশাপ’-এর প্রথম ও দ্বিতীয় সিজনটিতে সংগীতের বিষয়টি পরিচালনার দায়িত্বে রয়েছেন জয় সরকার। এক‌ অর্থে আলাপ ও শ্রুতির এই ফ্র্যাঞ্চ‌ইজির অন্যতম ইউএসপি হল এর সংগীত। প্রসঙ্গত, হ‌ইচ‌ই-য়ের এই দুই সিরিজের সংগীত পরিচালনা করে রীতিমতো প্রশংসিত ও সমাদৃত হয়েছেন জয় সরকার। ‘রুদ্রবীণার অভিশাপ’-এর দ্বিতীয় সিজন প্রসঙ্গে বিক্রম জানান, “আলাপ চরিত্রে আবার পর্দায় আসতে পেরে এবং এই সিরিজটিকে দর্শকদের সামনে হাজির করতে পেরে আমি রীতিমতো উত্তেজিত। এইবারের অ্যাডভেঞ্চার, অভিজ্ঞতা এবং সংগীত সবেতেই নতুনত্বের ছোঁয়া রয়েছে। আলাপ ও শ্রুতিকে দর্শকরা এতটাই ভালোবেসেছেন যে আমরা চেষ্টা করেছি নিজেদের সেরাটা দিয়ে তাদের সেই প্রত্যাশা পূরণ করতে।” জয়দীপ মুখোপাধ্যায়ের কথায়, “একজন পরিচালকের কাছে সবচেয়ে বড় পুরস্কার হল যখন দর্শকরা তাদের বিষয়ভাবনাকে পছন্দ করেন। এক্ষেত্রে ‘রুদ্রবীণার অভিশাপ’-এর দ্বিতীয় সিজনের জন্য দর্শকদের প্রত্যাশা, উত্তেজনা ও আকুলতা রীতিমতো অপ্রতিরোধ্য। তাই তাদের প্রত্যাশা পূরণ করার জন্য আমাদের পুরো টিম কঠোর পরিশ্রম করে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে।” আগামী ১জুলাই থেকে হ‌ইচ‌ই-তে স্ট্রিমিং শুরু হবে এই সিরিজের।

Related Articles