Sambad Samakal

Mamata: একটাও চাকরি খেতে দেব না! নাম না করে শুভেন্দুকে তোপ মমতার

Jun 20, 2022 @ 5:38 pm
Mamata: একটাও চাকরি খেতে দেব না! নাম না করে শুভেন্দুকে তোপ মমতার

একটা চাকরিও খেতে দেব না। এসএসসি ও টেটে নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যজুড়ে বিতর্কের মাঝে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভার অধিবেশনে এবিষয়ে ক্ষোভ উগরে দেন তিনি। উল্লেখ্য, শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগে রাজ্য সরকারকে টানা বিঁধে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিধানসভায় নাম না করে কার্যত শুভেন্দুকেই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “দাদামণি বলেছে ১৭ হাজার চাকরি খাবে। মেদিনীপুরে, পুরুলিয়া, মুর্শিদাবাদে চাকরি নিয়ে গেছ। আমি চাই মেদিনীপুরের লোকদেরও চাকরি হোক।” এরপরেই মমতা মনে করিয়ে দেন, “এটা ত্রিপুরা নয়, এটা বাংলা।” তিনি বলেন, “ত্রিপুরায় ১০ হাজার চাকরি গেছে। ত্রিপুরায় একটা চাকরিও বিজেপি দেয়নি।” নাম না করেই শুভেন্দুর চাকরি খাওয়া মন্তব্যকে কটাক্ষ ছুড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সরকারে থাকলে খাবে, না থাকলে বিজেপিতে গিয়ে খাবে।” এমনকী, যাদের চাকরি যাবে তারা বিজেপি বিধায়কদের বাড়িতে গিয়ে বেতন চাইবেন বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন। বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী সেনাদের অপমান করছেন। রাজ্যের যে সমস্ত স্থানে সাম্প্রদায়িক হিংসা হয়েছে সেই নিয়ে কোনও উচ্চবাচ্চ করেননি। উল্টে বিজেপি বিধায়কদের হুমকি দিয়েছেন। বলেছেন প্রাইমারির চাকরি থেকে বরখাস্ত হওয়া শিক্ষকদের আমাদের বাড়ি ঘেরাও করার জন্য পাঠাবেন। এটা কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে ভাষা হতে পারে!”

Related Articles