Sambad Samakal

Dhankar: মুখ্যমন্ত্রীও আইনের ঊর্ধ্বে নন, আচার্য পদ নিয়ে হুঁশিয়ারি ধনকরের

Jun 21, 2022 @ 5:53 pm
Dhankar: মুখ্যমন্ত্রীও আইনের ঊর্ধ্বে নন, আচার্য পদ নিয়ে হুঁশিয়ারি ধনকরের

মুখ্যমন্ত্রীও আইনের ঊর্ধ্বে নন। মঙ্গলবার এই ভাষাতেই কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। বিশ্ববিদ্যালয়ের আচার্য পদাধিকার বিতর্ক নিয়ে এই প্রথম মুখ খুললেন তিনি।ইতিমধ্যেই সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীর আসীন হওয়ার পক্ষে বিধানসভায় বিল পাস হয়ে গিয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ভিজিটর পদ থেকে রাজ্যপালকে সরিয়ে শিক্ষামন্ত্রীকে বসানোর বিলও পাস হয়েছে বিধানসভায়। প্রাণী ও প্রাণী সম্পদ দফতরের অধীনে থাকা কৃষি ও মৎস্য বিশ্ববিদ্যালয়েও রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রী আসীন হওয়ার বিলও পাস হয়েছে। একদিন আগেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদ থেকেও রাজ্যপালকে সরাতে বিল আনার প্রস্তাব পাস হয়েছে মন্ত্রিসভায়। একের পর এক এই ঘটনা নিয়ে এতদিন কোনও মন্তব্য করতে শোনা যায়নি রাজ্যপাল জগদীপ ধনকরকে। এদিনই প্রথম প্রতিক্রিয়া দিলেন তিনি। আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, “কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমি নই, মুখ্যমন্ত্রীও নন।” ধনকর বলেন, “বলছে, রাজ্যপালকে সরাতে হবে। কে আচার্য হবে প্রশ্ন উঠেছে। শিক্ষা যুগ্ম তালিকায়। আমি খুব মন দিয়ে বিলগুলো দেখব। আমি পক্ষপাতিত্ব করব না। যদি গ্রহণযোগ্য হয় গ্রহণ করব। যদি তা না হয়, আমি সরকারের সঙ্গে কথা বলব। গণতন্ত্রকে জলাঞ্জলি দেব না। এনইপি না গ্রহণ করা মানে শিক্ষার ভবিষ্যত নষ্ট করা।” এরপরেই তাঁর মন্তব্য, “আমি সরকারের বন্ধু হতে চাই, একটাই শর্ত, গণতন্ত্রের পথে চলতে হবে।”

Related Articles