Sambad Samakal

Weather: উত্তরে প্রবল বৃষ্টি, দক্ষিণে মেঘলা আকাশ! ঝড়-বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

Jun 21, 2022 @ 9:14 am
Weather: উত্তরে প্রবল বৃষ্টি, দক্ষিণে মেঘলা আকাশ! ঝড়-বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

মঙ্গলবার সকাল থেকেই মেঘলা কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়া, দুই চব্বিশ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতরাত থেকে হওয়া প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শিলিগুড়ি শহরও। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে পুরোদমে মৌসুমি বায়ু প্রবেশ করতে আরও বেশ কয়েক দিন সময় লাগবে বলে মনে করছেন আবহবিদরা।

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯০ শতাংশ।

Related Articles