হালিশহরে উদ্ধার হল এক ব্যক্তির পঁচা গলা দেহ। মৃতের গলার নলি কাটা ছিল বলে জানিয়ে পুলিশ। একটি দোতলা বাড়ি থেকে উদ্ধার হয়েছে মৃতদেহটি। বুধবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের হালিশহরে। ঘটনার তদন্তে নেমেছে হালিশহর থানার পুলিশ। তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানিয়েছে।হালিশহর থানা সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অরুণ মণ্ডল। বয়স ৪৫ বছর। বাড়ি নদিয়ার মদনপুরে। হালিশহরের ৭ নম্বর ওয়ার্ডের এই বাড়িটির দোতলায় একাই ভাড়া থাকতেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান , দিন তিনেক আগেই খুন করা হয়েছে অরূপ মণ্ডলকে। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, মাঝে মাঝে অরূপ মণ্ডলের মেয়ে ও জামাই তাঁর সঙ্গে দেখা করতে আসতেন। এমনকী, বন্ধুবান্ধব নিয়ে এসে জামাই নাকি মদের আসরও বসাতেন। প্রতিবেশী রিয়া দাস জানান, তিন দিন আগেও মেয়ে জামাইকে অরূপ বাবুর বাড়ি থেকে বেরতে দেখা গিয়েছে। এমনকী, মঙ্গলবারও তাঁর জামাইকে দেখেছেন এলাকাবাসী।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>