সপ্তাহ খানেক আগে ফেসবুকে পরিচয়। অল্পদিনেই প্রেম। আর তারপর সেই প্রেমের টানে সুদূর মেদিনীপুর থেকে কলকাতা হয়ে ট্রেনে চেপে সোজা বহরমপুর। না, এখানেই শেষ নয়। প্রেমিকাকে দেখার আকুল বাসনায় বহরমপুর পৌঁছে বোরখা পরে যুবক সটান ঢুকে পড়লেন গার্লস হোস্টেলের ঘরে। হাতেনাতে ধরা পড়ে গণপিটুনি। তারপর পুলিশের তৎপরতায় উদ্ধার। শুক্রবার বহরমপুর থানার গোরাবাজারের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুরে। প্রশ্ন উঠেছে গার্লস হস্টেলের নিরাপত্তা নিয়েও। যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বহরমপুর থানার পুলিশ। হস্টেলের মালিক সাগির জিয়া বলেন, “কলকাতা থেকে ট্রেন ধরে ওই যুবক বহরমপুর এসেছিল। সাত দিন আগে ফেসবুকে পরিচয় হয় ওই যুবকের সঙ্গে ওই ছাত্রীর। ছাত্রীদের মেস হওয়ার কারণে বোরখা পড়ে ওই যুবক ঢুকেছিল ঘরের মধ্যে। বাইরে পুরুষদের জুতো দেখে সন্দেহ হওয়ায় ঘরে ঢুকে দেখা যায় ওই যুবককে।”

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>