Sambad Samakal

Price Hike: মধ্যবিত্ত খাবে কী? আরও দামী মুরগির মাংস ও ডিম

Jun 24, 2022 @ 9:52 am
Price Hike: মধ্যবিত্ত খাবে কী? আরও দামী মুরগির মাংস ও ডিম

ফের দাম বাড়ল মুরগির মাংস ও মুরগির ডিমের। আজ, শুক্রবার কলকাতার খুচরো বাজারে কাটা মুরগির মাংসের কেজি বেড়ে হল ২৬০ থেকে ২৭০ টাকা। ডিমের দামও এদিন সকালে সাড়ে ৬ টাকা ছুঁয়েছে। কলকাতার পাইকারি বাজারেও শুক্রবার গোটা মুরগি বিক্রি হয়েছে ১৪৯ টাকা দরে। বিক্রেতাদের দাবি, জোগান কম থাকায় বাড়ছে দর। কিন্তু মূল্যবৃদ্ধির বাজারে খাসির মাংস তো দূরস্থ, দৈনন্দিন আহারে মাছ, সবজির দাম মধ্যবিত্তের প্রায় নাগালের বাইরে চলে গেছে। এই পরিস্থিতিতে ভরসা ছিল ডিম ও মুরগির মাংস। কিন্তু দিনদিন সেগুলোরও দাম লাফিয়ে লাফিয়ে যেভাবে বাড়ছে, তাতে আমজনতার প্রশ্ন, এভাবে দাম বাড়তে থাকলে মধ্যবিত্ত খাবে কী?

Related Articles