Sambad Samakal

Saygal Hossein: নীরব সায়গল! তদন্তে সহযোগিতা করছেন না ১০০ কোটির মালিক?

Jun 24, 2022 @ 1:33 pm
Saygal Hossein: নীরব সায়গল! তদন্তে সহযোগিতা করছেন না ১০০ কোটির মালিক?

অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের বিরুদ্ধে এবার তদন্তে অসহযোগিতার অভিযোগ আনল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অভিযোগ, ১০০ কোটির সম্পত্তির মালিক সাইগল তদন্তে সহযোগিতা করছেন না। তিনি একেবারে নীরব থাকছেন। উল্লেখ্য, গরু পাচার মামলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নাম জড়ানোর পর একের পর এক তাঁর ঘনিষ্ঠদের তলব করেছে সিবিআই। সেই সূত্রেই তলব করা হয়েছিল অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকেও। কিন্তু জেরায় সায়গলের বক্তব্যে একাধিক অসঙ্গতির অভিযোগে তাঁকে গ্রেফতার করে সিবিআই। এর মধ্যেই সায়গলের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির হদিসের দাবি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গত ১৭ জুন আসানসোলের আদালতে সিবিআই জানায়, সায়গল ও ঘনিষ্ঠজনদের নামে নিউটাউন, রাজারহাট, লেকটাউন বোলপুর এলাকায় ৬টির বেশি ফ্ল্যাট, ৫০ টির মত জমির ডিড, দেওচা পাচামিতে একাধিক ক্র্যাশার মেশিন ও ডাম্পার, নগদ দুকোটি টাকা মিলিয়ে মোট ১০০ কোটির মত সম্পত্তির হদিশ মিলেছে। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজত পায় সিবিআই। শুক্রবার ফের সায়গলকে তোলা হয় আদালতে।

Related Articles