Sambad Samakal

SSC : ১০ দিনের মধ্যে ববিতার নিয়োগ! কী নির্দেশ দিল হাইকোর্ট?

Jun 24, 2022 @ 7:14 pm
SSC : ১০ দিনের মধ্যে ববিতার নিয়োগ! কী নির্দেশ দিল হাইকোর্ট?

মন্ত্রী কন্যা অঙ্কিতার জায়গায় ১০ দিনের মধ্যে শিক্ষিকা পদে নিয়োগ দিতে হবে ববিতাকে। শুক্রবার স্কুল সার্ভিস কমিশনকে সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে আদালতের নির্দেশ, মন্ত্রীকন্যার চাকরিতে যোগ দেওয়ার দিনকেই ববিতার চাকরি পাওয়ার দিন হিসাবে ধরে নিতে হবে। ফলে ওই দিন থেকে তাঁর প্রাপ্য সুযোগসুবিধা দিতে হবে। অর্থাৎ অঙ্কিতার বেতনের প্রথম কিস্তির টাকাও তুলে দিতে হবে ববিতার হাতে। মাঝে এতগুলো দিন পেরিয়ে গেলেও কেন এখনও ববিতাকে নিয়োগ দেওয়া হয়নি, সেই প্রশ্নে এদিন পর্ষদকে ভর্ৎসনাও করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চান, ‘‘ববিতা সরকারকে কি চাকরি দেওয়া হয়েছে? এখনও কেন তাঁকে নিয়োগ করা হল না?’’ জবাবে এসএসসি-র আইনজীবী জানান, আদালতের নির্দেশ মতো বেআইনি নিয়োগের অভিযোগে অনেককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ববিতাকে এখনও চাকরি দেওয়া যায়নি। এর পর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তখন তাঁকে নিয়োগের সুপারিশ করা হবে। আদালতের পর্যবেক্ষণ, মামলাকারী ববিতার নম্বর বেশি থাকা সত্ত্বেও ‘লজ্জাজনক ভাবে’ অঙ্কিতাকে ওই তালিকায় এক নম্বরে এনে চাকরি দেওয়া হয়েছিল। অঙ্কিতাকে চাকরি দেওয়া না হলে ববিতা পেতেন। কারণ, তাঁর নাম ওয়েটিং লিস্টে ২০ নম্বরে ছিল। অঙ্কিতা এক নম্বরে আসায় ববিতার নাম যায় ২১ নম্বরে।

Related Articles