Sambad Samakal

Livable Cities: পৃথিবীর সবচেয়ে সেরা বাসযোগ্য শহর কোনটি, জানেন?

Jun 25, 2022 @ 4:49 pm
Livable Cities: পৃথিবীর সবচেয়ে সেরা বাসযোগ্য শহর কোনটি, জানেন?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ধ্বংস হয়ে গিয়েছিল এই শহরের প্রায় ৩০ শতাংশ। তাসের ঘরের মতো ভেঙে গিয়েছিল প্রায় ৩৭ হাজারেরও বেশি বাড়ি। তবে বিগত ৮ দশকে নিজেকে ধীরে ধীরে গুছিয়ে নিয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এবার বিশ্বের সবথেকে সেরা বাসযোগ্য শহরের শিরোপা পেল ভিয়েনা। সম্প্রতি এই তালিকা প্রকাশ করেছে ‘ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট’।

১৭২টি দেশের বিভিন্ন শহরের এই তালিকায় প্রথমেই রয়েছে ভিয়েনা। এছাড়াও প্রথম দশে রয়েছে কোপেনহেগেন, ক্যালগারি, জুরিখ, ভ্যাঙ্কুভার, জেনিভা, টরোন্টো, ফ্র্যাঙ্কফুট, ওসাকা, আমস্টারডাম ও মেলবোর্ন। পরিবেশ, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, প্রশাসনিক স্বচ্ছতার মতো বিভিন্ন মাপকাঠির ওপরে ভিত্তি করেই এই তালিকা প্রস্তুত করা হয়েছে। তবে যুদ্ধের কারণে ইউক্রেনের রাজধানী কিয়েভকে এই বছরের তালিকা থেকে সরিয়ে রাখা হয়েছে। বাদ গিয়েছে সমস্ত রুশ শহরগুলিও।

Related Articles