Sambad Samakal

Rolls Royce: ভেতরে শোনা যায় পিন পড়ার শব্দও! গাড়ি না রেকর্ডিং স্টুডিও!

Jun 25, 2022 @ 11:19 pm
Rolls Royce: ভেতরে শোনা যায় পিন পড়ার শব্দও!  গাড়ি না রেকর্ডিং স্টুডিও!

বিশ্বের সবথেকে বিলাসবহুল যানগুলোর মধ্যে অন্যতম রোলস রয়েস। বিশ শতক থেকেই বাজারে নিজেদের স্থান ধরে রেখেছে এই ব্রিটিশ গাড়ি নির্মাতা সংস্থাটি। রোলস রয়েসের আইকনিক সেডান মডেল ‘ঘোস্ট’। এক সময়ে এই গাড়ি নিয়েও বিস্তর অভিযোগ ছিল ব্যবহারকারীদের। ২০২০ সালে রোলস রয়েস এই গাড়িটিরই একটি নতুন ভার্সান বাজারে আনে। বিশেষ ভাবে সাউন্ডপ্রুফ করে তোলা হয়েছে এই গাড়িটিকে। বাইরের কোলাহল’তো দূরের কথা, গাড়িটির ইঞ্জিনের শব্দও আসে না ভেতরে। ‘ঘোস্টে’র নতুন সংস্করণে শব্দ প্রতিরোধ ব্যবস্থাকে উন্নত করতে কার্যত বিস্তর গবেষণা করা হয়েছে। জানলার কাঁচ ও টায়ারে জোড়া হয়েছে ২২০ পাউন্ড শব্দ নিরোধক পদার্থ। যার ফলে চলন্ত গাড়ির মধ্যে একটি পিন পড়লেও সেই শব্দ শোনা যায়। এহেন সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের কাছে হার মানতে বাধ্য হবে যে কোনও অত্যাধুনিখ রেকর্ডিং স্টুডিও।

Related Articles