Sambad Samakal

Bhatpara: ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডে ছাপ্পা! অভিযোগ বিরোধী এজেন্টদের

Jun 26, 2022 @ 10:25 am
Bhatpara: ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডে ছাপ্পা! অভিযোগ বিরোধী এজেন্টদের

পুরভার ওয়ার্ডের নির্বাচনেও ফের খবরের শিরোনামে ভাটপাড়া। ৩ নম্বর ওয়ার্ডের সকাল থেকেই ভোটগ্রহণ চলছে। বেলা বাড়তেই সেন্ট্রাল স্কুলের বুথে অবাধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগে সরব হলেন বিরোধী দলের এজেন্টরা। তাদের দাবি, পুলিশের সামনেই বহিরাগতরা জমায়েত করছে। পরিস্থিতি দেখেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না পুলিশের পক্ষ থেকে।

ভাটপাড়া সেন্ট্রাল স্কুলের সামনে উত্তেজনা তৈরি হতেই পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। বুথের সামনের জমায়েতকে হটিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে বুথের বাইরে বাড়ানো হয়েছে পুলিশ কর্মীদের সংখ্যাও।

Related Articles