Sambad Samakal

Jhalda Election: পাশাপাশি বসে তিন দলের প্রার্থী! ঝালদায় সৌজন্যের ছবি

Jun 26, 2022 @ 1:00 pm
Jhalda Election: পাশাপাশি বসে তিন দলের প্রার্থী! ঝালদায় সৌজন্যের ছবি

রবিবার সকাল থেকেই রাজ্যের মোট ৬টি পুর আসনে নির্বাচন চলছে। আর তার মধ্যেই সৌজন্যের নজির দেখা গেল ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে। এদিন সকাল থেকেই ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে একসঙ্গে বসে থাকতে দেখা গেল যুযুধান কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও বিজেপির প্রার্থীকে। এমনকী এক সঙ্গেই চলল চা পান, টিফিন খাওয়া! কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের পরে এই ওয়ার্ডে উপনির্বাচন হচ্ছে।

তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জগন্নাথ রজক, বিজেপির হয়ে লড়ছেন পরেশ দাস ও কংগ্রেসের প্রার্থী নিহত তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু। তিন দলের প্রার্থীরাই জানিয়েছেন, ঝালদায় বরাবরই এই ধরনের সৌজন্যের পরিবেশ থাকে। রাজ্যজুড়ে নির্বাচনে বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেলেও, সম্পূর্ণ নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে পুরুলিয়া জেলার ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে।

Related Articles