Sambad Samakal

Weather: সাতসকালেই ভিজল তিলোত্তমা, আর কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

Jun 26, 2022 @ 9:28 am
Weather: সাতসকালেই ভিজল তিলোত্তমা, আর কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

রবিবার সাতসকালেই ভিজল তিলোত্তমা কলকাতা। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, কলকাতা, হাওড়া, দুই চব্বিশ পরগনা, বাঁকুড়া, নদীয়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলোতেও মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী কয়েক দিনে বর্ষার শক্তি কিছুটা কমবে বলেই মনে করছেন আবহবিদরা। লাগাতার বৃষ্টির ফলে তাপমাত্রার পারদও এক ধাক্কায় বেশ কয়েক ডিগ্রি নেমে যেতে পারে গোটা রাজ্যজুড়ে।

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৫ শতাংশ।

Related Articles