Sambad Samakal

Mamata: ধান বিক্রিতে কারচুপি করলেই এফআইআর! নির্দেশ মমতার

Jun 27, 2022 @ 5:21 pm
Mamata: ধান বিক্রিতে কারচুপি করলেই এফআইআর! নির্দেশ মমতার

ধান বিক্রিতে কোনও কারচুপি হলেই এবার সরাসরি এফআইআর করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বর্ধমানে মাটি উৎসবে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ধান কেনা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হন মমতা। তিনি বলেন, “কেন্দ্র সরকার আমাদের রাজ্য থেকে ধান কেনে না। কিন্তু অন্য বিজেপি শাসিত রাজ্যে ধানের উৎপাদন কম হলেও, সেখান থেকে ধান কেনা হয়।”

এরসঙ্গেই এদিন মুখ্যমন্ত্রী বলেন, “ধানের ওজনে কারচুপি চলবে না, কেউ কারচুপি করলে এফআইআর করবেন। স্থানীয় বিডিওর কাছে অভিযোগ জানাবেন। সময় মত কাজ না হলে অভিযোগ করবেন। বাঁকুড়ায় এরকম কেস ধরা হয়েছে। কেউ ধান বিক্রি করতে এসে যেন ফিরে না যান, সেটা নজরে রাখতে হবে। ধান বিক্রির সময়ে মাণ্ডিতে ওজনে কারচুপি করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

Related Articles