Sambad Samakal

Assam Flood: চারিদিকে বন্যার জল, গাছ তলাতেই ক্যান্সার রোগীদের চিকিৎসা!

Jun 28, 2022 @ 12:27 pm
Assam Flood: চারিদিকে বন্যার জল, গাছ তলাতেই ক্যান্সার রোগীদের চিকিৎসা!

অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতে সর্বস্ব হারিয়েছেন কয়েক লক্ষ মানুষ। বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ। জলমগ্ন বিভিন্ন হাসপাতাল, বন্যার জলে ডুবেছে হাসপাতালের বেড। কিন্তু তাও পরিষেবা বন্ধ করেননি চিকিৎসকরা। গাছ তলাতেই চলছে ক্যান্সার রোগীদের চিকিৎসা! সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতে উঠে এল এই ছবি।

১৫০ শয্যা বিশিষ্ট ‘কাছার ক্যানসার হাসপাতাল ও রিসার্চ সেন্টার’। গোটা হাসপাতালে জল থইথই অবস্থা। ভেতরে প্রবেশ করতে পারছেননা কেউই। তাও বন্যার জল ঠেলে যে সমস্ত রোগীরা ক্যান্সারের কেমো থেরাপি নিতে এসেছেন, তাদের চিকিৎসা চলছে গাছ তলাতেই। হাসি মুখে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মীরা। হাসপাতালের বাইরে একটু উঁচু স্থানেই চলছে ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসা। এই ছবি দেখে অনেকেই কুর্নিশ জানিয়েছেন ওই চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের।

Related Articles