Sambad Samakal

Gangtok: গ্যাংটকে ধসে চাপা পড়ে মৃত্যু মা ও দুই ছেলের!

Jun 28, 2022 @ 10:58 am
Gangtok: গ্যাংটকে ধসে চাপা পড়ে মৃত্যু মা ও দুই ছেলের!

দার্জিলিং ও সিকিমের পাহাড়ি এলাকায় লাগাতার বৃষ্টি চলছে শেষ কয়েক দিন ধরে। যার জেরে বিভিন্ন এলাকাতেই ধস নামছে। এবার গ্যাংটকে ধসে চাপা পড়ে ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হল মা ও দুই ছেলের। পুলিশ সূত্রে খবর, সোমবার রাত সোয়া ১টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

রঙ্গে দোকান দারা এলাকায় বিমল মঙ্গার নামের এক ব্যক্তির বাড়ির ওপর আচমকাই ধস নামে। গৃহকর্তা বিমল মঙ্গারের এখনও খোঁজ মেলেনি। ধসে চাপা পড়ে ঘুমন্ত অবস্থাতেই তাঁর স্ত্রী ডোমা শেরপার মৃত্যু হয়েছে। তার সঙ্গেই ওই দম্পতির সাত মাস ও দশ বছরের দুই ছেলেরও মৃত্যু হয়েছে। এখনও উদ্ধারকাজ চালাচ্ছে দমকল, পুলিশ ও এসডিআরএফ।

Related Articles