দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা অনেকটাই কমল। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ চব্বিশ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৯৩ জন। একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭ জনের।
তবে উদ্বেগ বাড়াচ্ছে দেশে লাগাতার বাড়তে থাকা অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা রয়েছে ৯৬ হাজার ৭০০। শেষ চব্বিশ ঘণ্টায় দেশে করোনা সংক্ৰমণ মুক্ত হয়েছেন ৯ হাজার ৪৮৬ জন।