Sambad Samakal

Weather: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে?

Jun 28, 2022 @ 9:44 am
Weather: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে?

মঙ্গলবার সকাল থেকেই রৌদ্রজ্বল কলকাতার আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফের ফুলেফেঁপে উঠতে পারে নদীগুলি। ইতিমধ্যেই জারি হয়েছে কমলা ও লাল সতর্কতা। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, নদীয়া, মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় উপকূলের জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে।

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯০ শতাংশ।

Related Articles