Sambad Samakal

Maharashtra: উদ্ধব সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে শিণ্ডে শিবির!

Jun 28, 2022 @ 11:45 am
Maharashtra: উদ্ধব সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে শিণ্ডে শিবির!

মহারাষ্ট্রের ‘মহানাটক’ অব্যাহত। শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিণ্ডের নেতৃত্বে মঙ্গলবার ফের গোয়াহাটির হোটেলে বৈঠকে বসতে চলেছেন অন্যান্য বিধায়করা। জানা যাচ্ছে যে কোনও সময়ে উদ্ধব সরকারের বিরুদ্ধে মহারাষ্ট্র বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনতে পারে শিণ্ডে শিবির। বিজেপির পক্ষ থেকে নিজেদের বিধায়কদের মুম্বই ছেড়ে কোথাও যেতে নিষেধ করা হয়েছে। ৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে হেটেলের বুকিংও।

সংবাদ সংস্থা সূত্রে খবর, এদিন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে পার শিণ্ডে শিবির। এই মুহূর্তে আনুমানিক ৩৯ জন বিধায়কের সমর্থন রয়েছে শিণ্ডের সঙ্গে। যদিও মুম্বইয়ে ফিরলে বেশ কয়েকজনকে উদ্ধব শিবির ভাঙিয়ে নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে মহারাষ্ট্র সরকারের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যায়, সেই দিকেই নজর রয়েছে সকলের।

Related Articles