Sambad Samakal

Mamata: কেস করে চাকরি বন্ধ করেছেন! এসএসসির চাকরি নিয়ে বিকাশরঞ্জনকে তোপ মমতা

Jun 28, 2022 @ 5:34 pm
Mamata: কেস করে চাকরি বন্ধ করেছেন! এসএসসির চাকরি নিয়ে বিকাশরঞ্জনকে তোপ মমতা

শিক্ষক নিয়োগ প্রসঙ্গে সিপিএম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের নাম করে এবার তোপ দাগলেন মমতা। মঙ্গলবার আসানসোলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান এসএসসির বেশ কিছু চাকরিপ্রার্থী।

সেই সময়ে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “কোর্ট’তো বলে দিয়েছে এত লোককে ছাঁটাই করে দাও। আমি’তো কোর্টের অর্ডার মানব। কোর্ট’তো বলে দিয়েছে এখন সব বন্ধ। আপনারাই কেস করেছেন। এটা এখন আমার হাতে নেই। আমার হাতে ১৭ হাজার চাকরি আছে। ক্যাবিনেট বৈঠকে আরও ৫ হাজার চাকরি তৈরি করেছি আমরা। কোর্ট অর্ডার না দিলে আমি লোক নিতে পারব না।”

এরপরেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম তুলে মমতা বলেন, “বিকাশবাবুদের গিয়ে বলুন, আপনার’তো পয়সার অভাব নেই। আপনি কেস করে আমাদের ছেলে-মেয়েদের চাকরি বন্ধ করেছেন। আপনিই আবার আমাদের চাকরি চালু করবেন।”

Related Articles