Sambad Samakal

Mamata: উদয়পুর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে কী বললেন মমতা?

Jun 29, 2022 @ 12:28 pm
Mamata: উদয়পুর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে কী বললেন মমতা?

পয়গম্বর প্রসঙ্গে বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মার বক্তব্যকে সমর্থন করায়, রাজস্থানের উদয়পুরে এক ব্যক্তিকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। যার জেরে একমাস ধরে ১৪৪ ধারা জারি হয়েছে গোটা রাজস্থানে। এবার এই ঘটনায় তীব্র নিন্দা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার সকালে একটি টুইট করে মমতা লিখেছেন, “যাই হোক না কেন, হিংসা এবং চরমপন্থা কোনও ভাবেই সমর্থনযোগ্য নয়। উদয়পুরে যা ঘটেছে তার আমি তীব্র নিন্দা জানাই। যেহেতু আইন তার নিজস্ব পদক্ষেপ নেয়, আমি সবাইকে শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছি।”

উদয়পুরের ঘটনার পরে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোত জানিয়েছেন, “গোটা রাজ্যে আইন-শৃঙ্খলা বজায় রাখতে সরকার সব রকমের ব্যবস্থা নিচ্ছে। সকলের কাছে আমরা শান্তি বজায় রাখার আবেদন করছি।”

Related Articles