Sambad Samakal

Maharashtra: বৃহস্পতিবারই মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোট, রাজ্যপালের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে শিবসেনা

Jun 29, 2022 @ 11:06 am
Maharashtra: বৃহস্পতিবারই মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোট, রাজ্যপালের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে শিবসেনা

৩০ জুন অর্থাৎ আগামীকাল মহারাষ্ট্র বিধানসভার বিশেষ অধিবেশন আহ্বান করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। আর এই বিশেষ অধিবেশনেই নিজের সরকারের সংখ্যাগড়িষ্ঠতা প্রমাণ করার জন্য বার্তা পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে। জানা যাচ্ছে, বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিণ্ডের নেতৃত্বে বিধায়করা বুধবার গোয়ায় যাবেন। সেখান থেকেই সরাসরি বৃহস্পতিবার মুম্বইয়ে এসে পৌঁছবেন।

অন্যদিকে, মহারাষ্ট্রের রাজ্যপালের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের দারস্থ হয়েছে শিবসেনা। তাদের দাবি, রাজ্যপালের এই নির্দেশ বেআইনি। কারণ সুপ্রিমকোর্টেই ১৬ জনের বিধায়ক পদ খারিজের মামলা এখনও বিচারাধীন রয়েছে। এই পরিস্থিতিতে সরকারকে সংখ্যাগড়িষ্ঠতা প্রমাণের জন্য নির্দেশ দিতে পারেন না রাজ্যপাল। ফলে সব মিলিয়ে মহারাষ্ট্রের ‘মহানাটকের’ জল কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার।

Related Articles