Sambad Samakal

Mamata: ‘বাংলার বাড়ি’ প্রকল্পে নতুন তালিকা নয়, কেন? জানালেন মমতা

Jun 29, 2022 @ 4:57 pm
Mamata: ‘বাংলার বাড়ি’ প্রকল্পে নতুন তালিকা নয়, কেন? জানালেন মমতা

‘বাংলার বাড়ি’ প্রকল্পে চলতি বছরে আর নতুন করে তালিকা তৈরি না করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমানের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার বাড়ি, রাস্তা, ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না। প্রতি বছর কেন্দ্রের পক্ষ থেকে বাংলার বাড়ির জন্য নতুন তালিকা তৈরি করা হয়। এবছর সেই তালিকা পাঠানো হয়নি। আপাতত তাই পুরনো কাজগুলোকেই শেষ করতে হবে।”

এদিনের প্রশাসনিক সভা থেকে ফের কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “রাজস্থানে যদি স্থানীয় ভাষায় কেন্দ্রীয় প্রকল্পের নাম হতে পারে, তাহলে বাংলায় কেন হবে না! বাংলার বাড়ি প্রকল্পে ৪০ শতাংশ টাকা রাজ্য সরকার দেয়। যাদের জব কার্ড রয়েছে, তাদের কাজে অগ্রাধিকার দেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে।”

পাশাপাশি মমতা জানান, কেন্দ্র টাকা না দিলে এবার সরাসরি তিনিই দিল্লি যাবেন। কোন অপরাধে এই ধরনের আচরণ করা হচ্ছে, সেই বিষয়ে জানতে চাইবেন কেন্দ্রীয় সরকারের কাছে।

Related Articles