Sambad Samakal

Election Result: ৩৩ বছর পরে বাম দূর্গে পতন! সবুজ ঝড় শিলিগুড়িতে

Jun 29, 2022 @ 5:23 pm
Election Result: ৩৩ বছর পরে বাম দূর্গে পতন! সবুজ ঝড় শিলিগুড়িতে

৩৩ বছর ধরে লাগাতার অপরাজিত ছিল বাম শিবির। ২০১১ সালের পরিবর্তনের হাওয়াতেও অটুট ছিল সেই দূর্গ। কিন্তু শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে এবার কার্যত সুবজ ঝড়ের সামনে উড়ে গেল বাম শিবির। মোট ২২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৯টিতেই জয়ী হয়েছে তৃণমূল। বাকি ৩টি আসনের ফলাফল ত্রিশঙ্কু হয়েছে। শূন্য হাতেই ফিরতে হয়েছে বাম, কংগ্রেস ও গেরুয়া শিবিরকে।

বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের ফলাফল বেরোতে দেখা যায়, মোট ৪৬২টি আসনের মধ্যে ৩২০টি আসনই দখল করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি জিতেছে ৮৬টি গ্রাম পঞ্চায়েত আসনে। ২১টি গ্রাম পঞ্চায়েত আসনে জিতেছে কংগ্রেস। মাত্র ১৫টি গ্রাম পঞ্চায়েতের আসনে জিতেছে বাম শিবির। নির্দল প্রার্থীরা জিতেছে মোট ২০টি গ্রাম পঞ্চায়েতের আসনে।

এছাড়াও, খড়িবাড়ি, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া ও মাটিগাড়া চারটি পঞ্চায়েত সমিতিও দখল করতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস। ত্রিশঙ্কু হওয়া তিনটি পঞ্চায়েত আসনে নির্দল প্রার্থীদের প্রভাব রয়েছে। এখন দেখার শেষ পর্যন্ত তারাও ঘাসফুল শিবিরে নাম লেখায় কিনা।

Related Articles