Sambad Samakal

Election: পানিহাটি, ভাটপাড়া, দমদম ও দক্ষিণ দমদমে জয় তৃণমূলের, সাফ বিজেপি

Jun 29, 2022 @ 10:12 am
Election: পানিহাটি, ভাটপাড়া, দমদম ও দক্ষিণ দমদমে জয় তৃণমূলের, সাফ বিজেপি

রাজ্যের ৬টি পুর আসনের উপনির্বাচনে ৪টি আসনেই জয় পেল রাজ্যাের শাসক দল তৃণমূল কংগ্রেস। পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন নিহত তৃণমূল নেতা অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত। ২ হাজার ২৭৪ ভোটের ব্যবধানে তিনি জয় পেয়েছেন। জেতার পরে মীনাক্ষী জানান, “এটা অনুপমেরই জয়। আমার স্বামীর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত প্রকৃত দোষীরা ধরা পড়ুক, এটাই আমি চাই।”

অন্যদিকে ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডে জিতেছেন তৃণমূল প্রার্থী কণকলতা দাস। এই ওয়ার্ডে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে জিতেছেন তৃণমূল প্রার্থী বনশ্রী চট্টোপাধ্যায়। দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে জিতেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস রায়। তাৎপর্যপূর্ণ ভাবে এই ওয়ার্ডেও দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা।

তবে এই উপনির্বাচনে সর্বত্রই করুণ ছবি ফুটে উঠেছে গেরুয়া শিবিরের। বেশ কিছু ওয়ার্ডে ১০০-র গণ্ডিও পার করতে পারেননি বিজেপির প্রার্থীদের প্রাপ্ত ভোট। বরং বিজেপিকে পেছনে ফেলে সামনে উঠে এসেছে বাম-কংগ্রেস। যদিও নির্বাচনী এই বিপর্যয় নিয়ে এখনও মুখ খোলেননি গেরুয়া শিবিরের কোনও নেতা।

Related Articles