Sambad Samakal

Gold Diesel: সোনায় বাড়ল আমদানি শুল্প, পেট্রোপণ্যে বাড়ল রফতানি শুল্ক

Jul 1, 2022 @ 1:42 pm
Gold Diesel: সোনায় বাড়ল আমদানি শুল্প, পেট্রোপণ্যে বাড়ল রফতানি শুল্ক

ফের আমদানি শুল্ক বাড়ল সোনায়। এতদিন পর্যন্ত ৭.৫ শতাংশ ছিল সোনার ওপর আমদানি শুল্ক। এই মুহূর্তে তা বাড়িয়ে করা হল ১২.৫ শতাংশ। যার ফলে সোনার ওপর ওপর মোট করের পরিমাণ দাঁড়াল ১৫.৭৫ শতাংশ। ৩০ জুন এই নতুন নোটিশ জারি করেছে কেন্দ্রীয় সরকার।

এছাড়াও বাড়ানো হয়েছে পেট্রোপণ্যের ওপর রফতানি শুল্ক। পেট্রোলের ওপর রফতানি শুল্ক বাড়ানো হয়েছে লিটার প্রতি ৫ টাকা ও ডিজেলের ওপরে লিটার প্রতি রফতানি শুল্ক বাড়ানো হয়েছে ১২ টাকা করে। অ্যালকোহল, তামাক ও আগ্নেয়াস্ত্রের ওপরেও রফতানি শুল্ক বাড়ানো হয়েছে ৬ টাকা করে। তবে প্রতিবেশী দেশ ভুটান ও নেপালকে এই অতিরিক্ত শুল্ক থেকে ছাড় দেওয়া হয়েছে।

Related Articles