Sambad Samakal

Kolkata HC: ১ জুলাই কলকাতা হাইকোর্টের প্রতিষ্ঠা দিবস, জানুন কিছু অজানা তথ্য

Jul 1, 2022 @ 10:44 am
Kolkata HC: ১ জুলাই কলকাতা হাইকোর্টের প্রতিষ্ঠা দিবস, জানুন কিছু অজানা তথ্য

১৮৬২ সালের ১ জুলাই, আজকের দিনটিতেই প্রতিষ্ঠা হয়েছিল কলকাতা হাইকোর্টের। দেশের প্রাচীনতম আদালত কলকাতা হাইকোর্ট তৈরি হয়েছে বলেজিয়ামের ইপ্রেস ক্লথ হলের আদলে। ১৮৭২ সালে কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতির ছিলেন স্যার বার্নেস পিকক।

কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারকের নাম শম্ভুনাথ পণ্ডিত। কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতির হয়েছিলেন রমেশ চন্দ্র মিত্র। জানেন কী, কলকাতার বাইরেও রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারের এক্তিয়ার। পশ্চিমবঙ্গ ছাড়াও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে কলকাতা হাইকোর্টের অধীনে। পোর্ট ব্লেয়ারে রয়েছে কলকাতা হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ।

Related Articles